এই দেশ
- মোঃ আরিফ হোসেন সর্দার ২৭-০৪-২০২৪

এই দেশ আমার জন্মভূমি,এই দেশ আমার মা
এই দেশ আমার জীবন- মরন, এই দেশ ঠিকানা।
এই দেশের লতা-পাতা, এই দেশের গান
সারাক্ষণ জুড়ায় ওগো আমার দেহ-প্রাণ
এই দেশের কৃষক-শ্রমিক , এই দেশের কামার
সব চাহিদা পূর্ণ করে নিত্যদিন আমার।:
এই দেশের ভাই-বোন, এই দেশের মা
পূর্ণ করে আমার ওগো জীবন-তৃষ্না।
এই দেশের আকাশ- বাতাস, এই দেশের জল
শীতল করে আমার ও ভাই হৃদয়-অন্তঃস্থল ।
এই দেশেতে জন্ম নিয়ে জনম সার্থক হায়
মরন-পরে এই মাটিতে বিছানা যেন (মোর) হয়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।